দুইধারে বেনুবন আঁকাবাঁকা পথ
কাঁসাই নদীর তীরে ছিল মাটি-বাড়ি
পায়ে হেঁটে যাতায়াত চলে না তো গাড়ি
চড়ক চৈত্রের শেষে পহলাতে রথ।
গাঁ-গঞ্জের মানুষের স্বচ্ছ অভিমত
ভাইবোনে খুনসুটি কত মারামারি
ক্ষণেক পরেই ভাব কভু নয় আড়ি
সহজেই রাগ ভুলে হতো সহমত ।


ভেসে গেছে কালস্রোতে চিহ্নমাত্র নাই
মননে অটুট আছে তাঁর কিছু কিছু
পিতা নেই মাতা নেই বোনেরাও দূরে।
নতুন বছর আসে জয়গান গাই
স্মৃতির সরণি বেয়ে হেঁটে যাই পিছু
মাঠ ঘাট আম জাম দেখি ঘুরে ঘুরে।