আগুন লাগানো সোজা নেভানো কঠিন
অস্তিত্ব বিলুপ্ত হলে পড়ে থাকে ছাই
সুখশান্তি বাসস্থান সকলের চাই
সম্পদ বিনষ্ট করা নহে সমীচীন।
মানুষের সদিচ্ছায় আজো সুপ্রাচীন
ঐতিহ্যপূর্ণ স্থাপত্য, যেদিকে তাকাই
বিদ্যমান সগৌরবে, দেখে সুখ পাই
কত ঐশ্বর্যমণ্ডিত অতীতের দিন।


সুখের সন্ধানে ভাঙে যৌথ পরিবার
সত্যি কি সুখের হয়? ভাবি অনুক্ষণ
পিতামাতা ভাইবোন হয়ে যায় পর।
বিভাজন নয় আর দেশের আমার
লোভে মদমত্ত ওরা স্বার্থান্বেষী মন
সমৃদ্ধ সোনার বাংলা বদ্ধপরিকর।