অকালে ঝরিয়ে দিল তোমার জীবন
উচ্চারিত কথা কভু যায় না ফিরানো
কেন এত অসহিষ্ণু, ভালো করে জানো
প্রতিবাদী-কণ্ঠরোধ কঠিন ভীষণ।
স্বাধীনতা হীনতায় কারারুদ্ধ মন
সে বাঁচার কীবা দাম, দুনিয়াকাঁপানো
ঝড় পুঞ্জীভূত হলে, যাবে না বাঁচানো
গদি, মহাশক্তিশালী মসির লিখন।


প্রচ্ছন্ন মদতে চলে কুৎসা মানহানি
কেড়েছ অনেক প্রাণ, গৌরীকেও নিলে
ক্ষমতায় মদমত্ত ভুলে গেলে বাণী
হিংসায় অধরা শান্তি, মেলে প্রেম দিলে।
‘অতি দর্পে হতা লঙ্কা’- সকলেই জানে
শান্তি-প্রেম-সহিষ্ণুতা মন্ত্রগুপ্তি কানে।