বিস্মৃতির অন্তরালে চলে যায় সব
ফিকে হয়ে যায় শুধু মুছে না কিছুই
জৈব আবর্জনা যত গিলে ফেলে ভুঁই
অজৈব বিষমবস্তু চালায় মোচ্ছব।  
ভেবে ভেবে দিশাহারা বড় বেয়াদব
কোমর ভেঙেই যাবে আর কত নুই
এবার প্রয়াণ বন্ধু ধরণিতে শুই
বামিয়ান বুদ্ধমূর্তি নির্মম তাণ্ডব।


প্রেমসুধা চিরন্তন মানবের মনে
কৃষ্ণ-রাধা রাম-সীতা লায়লা-মজনু
অমর সে প্রেমগাথা উজ্জ্বল চিন্তনে
আকাশের বুকে ওঠে আজো রামধনু।
অরূপরতন রূপ কল্পনার রানি
‘‘যত মত তত পথ’’ রামকৃষ্ণ-বাণী।