ইচ্ছে জাগে উড়াল দিতে
অজিত কুমার কর

ইচ্ছে জাগে উড়াল দিতে খুঁজছি দুটো ডানা
বুলবুলিকে বলেছিলাম দিতে
শুনল কী শুনল না পাখি বুঝব কেমন করে
কী বলল ও দুর্বোধ্য সংগীতে!

একটু পরেই দুটো দোয়েল বসল চাঁপাগাছে
ইশারাতে জানাই মনের কথা
দৃষ্টি থেকে হারিয়ে গেল পলক ফেলার আগে
বুঝল না হায় আমার ব্যাকুলতা।

হতাশ হলে চলবে কেন ভাবছি বলি কাকে
মৌচাকে তো অজস্র মৌমাছি
কিন্ত ওদের বাসাটি তো সুউচ্চ এক ডালে
যাই কীভাবে ওদের কাছাকাছি?

বসেছিল একটা ফড়িং ধরি খপাত করে
বুকের ওপর জাপটে ধরি ওকে
ও অসহায় ক্ষুদ্র প্রাণী বলল মাথা নেড়ে
'ভাবনাটা থাক তোমার কল্পলোকে'।

© অজিত কুমার কর