জ্ঞানের গরিমাহীন দীপ্তি পড়ে ঝরে
ইস্পাত-কঠিন মন হৃদয় নির্মল
অগ্রাহ্য বিদ্রুপবাণ দৃঢ় মনোবল
সমাজসংস্কার চিন্তা কারেও না ডরে।
বৈধব্যের বিষজ্বালা সর্বদা অন্তরে
‘মুখ্য কর্ম প্রশমন’ সংকল্পে অটল
কঠোর সমাজবিধি রুদ্ররূপ ধরে।


শৌর্য ও বীর্যের কাছে হার মানে বাধা
মোছাতে সমর্থ হন মা-বোনের দুখ
হাসিতে উজ্জ্বল হলো যত ম্লান মুখ
সসম্মানে সুরক্ষিত নারীর মর্যাদা।
স্মরণীয় বরণীয় বিদ্যার সাগর
বিশ্ব ইতিহাসে র’বে অমর ভাস্বর।


( মহামানবকে আমার শ্রদ্ধার্ঘ্য)