দুর্গামাকে বরণ করি আড়ম্বরে
জন্মদাত্রীর অশ্রু ঝরে।
খুশির ভেলায় কাটে ক’দিন পরম সুখে
বৃদ্ধাবাসে মা’রা দুঃখে।


যতই লিখি পড়ে না কেউ এসব লেখা
ফেসবুক আর টুইট দেখা।
ভাবনাগুলো ফুটত যদি পর্দা 'পরে
দেখত সবাই বাইরে ঘরে।


মায়ের ত্যাগ মায়ের কষ্ট ভুলেই যায়
কেন এমন হচ্ছে হায়!
এভাবেই কি মলিন হবে জীবনকথা
মুছবে কে মায়ের ব্যথা?


ভাগের মা যে গঙ্গা পায় না সবাই জানি
অ-ভাগেরও মা   পায় না পানি।
নিজের বলতে শুধুই দু’জন আর সন্তান
বাকিরা পর, বন্ধ কান।


কত নিচে নামছে সমাজ, অধঃপতন
মানবিক মুখ অলীক ধন।
শেষজীবনে কেন এমন ভাগ্যে লখা
কবে প্রভুর মিলবে দেখা।