আঁধার ভরা আমার ঘরে
কেউ যদি না জ্বালায় বাতি
রইবো আমি কেমন করে
একলা একা কাটবে রাতি।


আমার মতো অকিঞ্চনের
কেমন করে জীবন চলে
পাবে তুমি আর কবে টের
এড়িয়ে যাও শুধুই ছলে।


আমায় তুমি ছাড়তে পারো
ভক্তি অটুট তোমার প্রতি
তবুও কেন চাবুক মারো
তুমি আমার জীবন-জ্যোতি।


কেমন করে ভেজাবো মন
কোনো উপায় নেই যে জানা
বোঝ না কি আমার বেদন
এমন বধির! চক্ষু কানা।