জীবনের ক্যানভাস
- অজিত কুমার কর


যে যার মতো রাঙায় নিজে প্রাচুর্যে ক্যানভাস
বিচিত্র তার বহিঃপ্রকাশ জিৎ বা সর্বনাশ।
কোনও ছবি আলোক ছড়ায়
কোনওটা বা দুঃখ বাড়ায়
এই ধরাধাম এমনতরো বিষাক্ত আশপাশ।


পুষ্প ছড়ায় স্নিগ্ধ সুবাস সবাই আপন তাঁর
ভোলায় সকল দুঃখ ব্যথা হৃদয় পরিষ্কার।
পাখপাখালির মিষ্টি গানে
বৃষ্টিভেজা মাটির  ঘ্রাণে
ইন্দ্রধনু অকাতরে বিলায় রং বাহার।


রংবেরঙের প্রজাপতি বনের যত ফুল
কল্পনাকে রঙিন করে ভাঙায় মনের ভুল।
সাগরবুকের রুপসি মীন
তুষার-চিতা চিতল হরিণ
পরিযায়ী পাখির শোভায় মন করে চুলবুল।


ক্যনভাসে যার হিংসা বিভেদ গ্লানি ও বিদ্বেষ
সমাজটাকে বিষিয়ে তোলে কাটতে চায় না রেশ।
বাকিরা হয় ওদের শিকার
শুভবুদ্ধির প্রত্যহ হার
ওদের জন্য ধরার বুকে সুস্থিতি হয় শেষ।


ওরাও পারে বদলে দিতে চিত্র ক্যানভাসের
প্রশংসাতে মুখর হবে জুটবে শাবাশ ঢের।
সঠিক পথে যেইনা যাবে
দীপের শিখা দেখতে পাবে
পরম সুখে কাটবে জীবন, স্বস্তি সকলের।


© অজিত কুমার কর