জীবনের দাম শূন্য
অজিত কুমার কর

গতির নেশায় মাতোয়ারা
একটু ফাঁকা পেলে,
প্রতিদিনই জীবনহানি
পিষে পালায় ফেলে।

'দরিদ্র দেশ'- তকমা গায়ে
তবু বাড়ছে গাড়ি,
হাঁটার রাস্তা পুরো লোপাট
দোকান সারি সারি!

আইন আছে বইয়ের পাতায়
চালক ভঙ্গ করে,
হাত পেতে রয় পাহারাদার
ওদের পকেট ভরে।

মৃত্যুসংখ্যা ঊর্ধ্বগামী
ওদের চোখে ঠুলি,
জনসংখ্যা কমছে কমুক
নাগরদোলায় দুলি!

জীবন যেন খোলামকুচি
মূল্য শূন্য শূন্য,
চিরবিদায় তাড়াতাড়ি
সঞ্চিত এই পুণ্য।

© অজিত কুমার কর