ও জোনাকি আমায় তুমি
এতই বাসো ভালো
এগিয়ে এসে তুমিই প্রথম
সরিয়ে দিলে কালো।


ক্লান্ত রবি ঘুমায় যখন
অন্ধকারে ভুবন তখন
তোমার আপন প্রদীপখানি
আলোয় ভরালো।


আকাশপথে বিমান গেলে
যেমন জ্বলে আলো
তোমার দীপও তেমনি জ্বলে
স্নিগ্ধ সুধা ঢালো।


ছোট্টো প্রাণের এমন জ্যোতি
ছড়িয়ে পড়ে আলোর দ্যুতি
আঁধার সাঁঝে একলা পথিক
পথ না হারালো।