রৌদ্রকরোজ্জ্বল দিন গাঢ় অন্ধকারে
ঢেকে গেল নিমেষেই, নক্ষত্র-পতন
গানের ভুবন হতে; বিষণ্ণ এখন
জর্জদা দিয়েছে পাড়ি দূরে পরপারে।
মর্মাহত দুঃসংবাদে স্তব্ধ একেবারে
মাতাবে মরমি কণ্ঠে কে আর অমন!
কালের অতল গর্ভে তাঁর নিমজ্জন
এহেন বিয়োগব্যথা ডোবাল আঁধারে।


রবীন্দ্র-গানের সুর হৃদয়ে তোমার
পরম আবেগে তাহা দিয়েছ বিলিয়ে
পর্বতপ্রমাণ বাধা, মানোনি তো হার
সবারে করেছ মুগ্ধ তৃপ্তিসুধা দিয়ে।
কণ্ঠের মাধুর্য কভু হবে না মলিন
আকাশের বুকে র’বে রবি যতদিন।


দেবব্রত বিশ্বাস (জর্জদা)
(২২-০৮-১৯১১ – ১৮-৮-১৯৮০)