জগৎজুড়ে একটি জাতি মানবজাতি মহান নাম
ছড়িয়ো না হিংসা বিভেদ পূরবে তবেই মনস্কাম।
প্রীতির বাঁধন, সহাবস্থান- এমন নীতি এবার চাই
সৃষ্টিকর্তার হাতেই সৃষ্ট, এর ভিতরে তফাৎ নাই।


আদম-ইভের রক্ত দেহে আমরা তো এক ভিন্ন নয়
ছড়িয়ে আছি ধরার বুকে করতে পারি হৃদয় জয়।
সমরাস্ত্রের অগ্নিশিখা দীর্ণ করে নভের বুক
মানবতার পক্ষে ক্ষতি ধ্বংস করে পায় কী সুখ!


যার যা আছে থাকনা সেটুক জেগে উঠুক এমন বোধ
স্বজন মেরে স্বার্থ কায়েম, বন্ধ কর এই বিরোধ।।
কত অর্থ বিনষ্ট হয় হিসাবনিকাশ কঠিন কাজ
অনাহারে মরছে মানুষ বাড়ায় না হাত এই সমাজ।


ঘর পাহারায় লক্ষ কোটি ডলার পাউন্ড মার্ক রুবেল
আস্ফালনের দুন্দুভি রব, মাত্রা ছাড়া ডেসিবেল।
ওসব অর্থে কী না হতো উঠত সেজে এই ভুবন
এসব কথা শুনবে কেবা কোথায় এখন তেমন মন।


রবির আলো পাচ্ছি বলে জগৎজুড়ে উছল প্রাণ
ধ্বংস হবে যেদিন রবি থেমে যাবে সেদিন গান।
বুঝেও মানুষ অবুঝ কেন ঝরছে মায়ের অশ্রুজল
যা হয়েছে এবার থামো শান্তি ছাড়া প্রাণ অচল।