সিংহবীর্য বীরেশ্বর ভারতস্রষ্টা বিবেকানন্দ
জীবাত্মার মোক্ষদ্রষ্টা স্বদেশপ্রেমী অসীমানন্দ।
সর্বজীবে সুগভীর প্রেম, নয় অন্ত্যজ অস্পৃশ্য
পৃথিবীতে সব এক, ক্ষত্রিয়-ব্রাহ্মণ-শুদ্র-বৈশ্য।


তত্ত্বজ্ঞানের পশরা নিয়ে রামকৃষ্ণ তব আশে
সকল প্রশ্নের সদুত্তর যেই গেলে তাঁর পাশে।
নামে এল নতুনত্ব যুগপুরুষ বিবেকানন্দ
সুরঞ্জিত জয়ধ্বজা মুক্তপুরুষ পরমানন্দ।


জীবসেবা শিবজ্ঞানে, দিলে মহামন্ত্র বিশ্বজুড়ে
তোমার প্রচারে হিন্দুধর্ম স্থান পেল গিরিচূড়ে।
সঁপেছেন সব নরোত্তম, বদ্ধ হলে স্নেহঋণে
সগৌরবে হৃদয়হরণ প্রাচী-প্রতীচীকে জিনে।


‘অক্ষয় অমর প্রত্যগাত্মা' জীবনের মহামন্ত্র
বিশ্ববাসীর উত্তরণের শুদ্ধ পথ শ্রেষ্ঠ তন্ত্র।
ফিরে এসো ভূমণ্ডলে যুগপুরুষ অখিলানন্দ
যুগস্রষ্টা মহাজ্ঞানী বীর সন্ন্যাসী বিবেকানন্দ।