বাদাম খাবে পয়সা কোথা
জুটত মাঝে মাঝে
দু’তিন পয়সা হাতে পেলে
লাগিয়ে দিত কাজে।


যখন অনেক ছোটো ছিল
ভাবতে কত কী যে
পয়সা থেকে গাছ গজালে
পাড়বে তখন নিজে।


ছাঁদা পয়সা পুঁতল ছাদে
নীরবে কাল গনে
সকল চেষ্টা বিফলে যায়
হতাশা নির্জনে।


ছোটো থেকেই গানে দিদির
কণ্ঠ ছিল ভালো
স্বপ্নগুলো পূরণ হ’ল
ছড়িয়ে দিলে আলো।


আলোর বেণু উঠলে বেজে
তোমায় মনে পড়ে
বাপের বাড়ি আসবে উমা
বাহনে তাঁর চড়ে।


তোমার ডাকে মা দেয় সাড়া
মাতে বঙ্গভূমি
কাশের বনে লাগায় দোলা
উত্তুরে মৌসুমি।