বেজে ওঠে শঙ্খ সাঁঝে এলো কে ধরায়
আকাশে পূর্ণিমা চাঁদ অতীব উজ্জ্বল
রেঙেছে আবিরে রঙে হৃদয়-কমল
জগতের ত্রাতা তিনি পরম সহায়।
মহাপ্রভু শ্রীচৈতন্য এলো নদিয়ায়
অব্যাহতি রাহু হতে, জনতা সচল
ভাগীরথী নীরে স্নান বল হরি বল
বিলাবে গৌরাঙ্গ প্রেম ভুবনে ত্বরায়।


সাঙ্গপাঙ্গ নিয়ে গোরা নদিয়ার পথে
বেরিয়েছে সংকীর্তনে বাজে করতাল
মৃদঙ্গের তালে তালে মুখে কৃষ্ণনাম।
ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ নিজ মনোরথে
জগাই-মাধাই আর নয় রে মাতাল
যবনও কৃষ্ণ-নামে পায় পুণ্যধাম।