মুখর বাদলসন্ধ্যা টানা ঝিল্লিরবে
হৃদয়ে লাগিল দোলা কার পরশনে!
নিভৃতে গোপনে এসে আপন বৈভবে
ফেলিলে চরণচিহ্ন আমার অঙ্গনে।
পাতায় পাতায় জাগে এ কী শিহরন
আষাঢ়-মেঘের খেলা বাড়াল আঁধার
ঘন ছায়া ঘিরে ফেলে কদম্বকানন
ময়ূর পেখম মেলে কী আনন্দ তার!


পাখিরা ফিরিল নীড়ে বাতাসেই ভেসে
আমার ব্যাকুল হিয়া শুধায় তমারে
ডানাতে তুফান লাগে নীলিমায় মেশে
‘কেন সে আড়ালে থেকে ভাবায় আমারে।’
অক্ষিপটে কায়াহীন যেন অন্ধকূপ
এসো-না প্রকট হয়ে ওগো অপরূপ।