সুন্দর ফুলের কুঁড়ি উঁকি মারে ডালে
শিশুও ভরিয়ে দেয় সবার ভুবন
আদর ও ভালোবাসা চায় শিশুমন
প্রস্ফুটিত ফুলদল গন্ধসুধা ঢালে।
এক অবোধ শিশুর বিদায় অকালে
ছুঁচবিদ্ধ দেহখানি, অসহ্য বেদন
সয়েছে অনেক দিন, নিরবে, স্বজন-
কেমন মানুষ তুমি ঘটালে এমন!


কন্যারূপে জন্মলাভ এ কি তাঁর দোষ !
কেন তবে এ বিধান, হলো মৃত্যুদন্ড !
একবিংশ শতাব্দীতে তাও গেল ঘটে।
কে দেবে ওদের শাস্তি, অশনি নির্ঘোষ
গগনবিদারী শব্দ, আঘাত প্রচন্ড,
শাস্তির স্ফুলিঙ্গ দেখে যাবে পিছু হটে।