ভাবিনি হারাতে হবে অকালে তোমায়
কতনা আপন ছিলে অগ্রজ সমান
লুক্কায়িত ছিল কোথা এত অভিমান?
প্রস্ফুটিত ফুলদল সুরভি ছড়ায়।
মাটিতে পড়িলে ঝরে বিষাদে ভরায়
কার ডাকে গেলে চলে কী এমন টান
বঞ্চিত করিলে কেন কে তুমি মহান
লুকিয়ে রেখেছ তাঁরে কোন অজানায়।


এখনো তো ডাক শুনি, ‘আমি এসে গেছি’
স্নেহের পরশ দিতে সব বাধা টুটে
সাধ্য কার দেবে বাধা, ওগো জ্যোতির্ময়।
বিস্মৃতি হবে না জেনো যেটুকু পেয়েছি
তব অদর্শনে মন মরে মাথা কুটে
কেন যে এমন হলো যা হবার নয়।


(প্রয়াত সাহিত্যিক মুকুন্দদার শ্রাদ্ধবাসরে আমার শ্রদ্ধার্ঘ্য)