আকাশ তুমি এতটা নীল কোথায় পেলে
বলোনা কে অঙ্গে তোমার দিল ঢেলে?
পড়লে নাকি আজ বিপাকে
প্রশ্ন শুনে হাসতে থাকে
কেমন তুমি, চাইছ জবাব, পাগল ছেলে।


তোমরা ওগো লক্ষ তারা আলোক জ্বালো
পারো না তো সরিয়ে দিতে রাতের কালো।
সূর্যসোনা একাই মোছে
দিনে জীবের দুঃখ ঘোচে
দাওনা কেন আমার ঘরে একটু আলো।


সাগর তোমার বুকে শুধুই নোনতা পানি
একটুও তো যায় না খাওয়া সবাই জানি।
জীবের তৃষা মিটবে কীসে
পেয় জলের দাওনা দিশে
বুক ফেটে রোজ ঘটছে কত জীবনহানি।


বিশ্বজুড়ে গুদামভরা শস্য কত
যাদের আছে খাচ্ছে যত ফেলছে তত।
অনাহারে মরছে মানুষ
ফিরছে না তো কারুরই হুঁশ
পোশাক দিয়ে যায় না ঢাকা মনের ক্ষত।