ফাগুন লেগেছে বনে লেগেছে মনেও
লেগেছে পাখির গানে দক্ষিণ বাতাসে
এমন মধুর ক্ষণে নেই তুমি পাশে
বিরহবেদনা জাগে নীলাভ ঘনেও।
কালিমার রেখা তাই চক্ষের কোণেও
প্রেমধারা মন্দাকিনী রাধাকৃষ্ণ রাসে
মত্ত চকোরি-চকোর দেখে বিধু হাসে
কেন রও দূরে দূরে এ-মধু ক্ষণেও।


বারতা কি পাও নাই প্রেয়সী আমার?
কেমনে কাটাই কাল একাকী এখানে
গুঞ্জে অলি এই কুঞ্জে মধু আহরণে।
ফোটাবে বসন্ত ফুল কতদিন আর!
বল কে ভরাবে মন সুমধুর গানে
অপূর্ণ রয়েই যাবে সুরভি বিহনে।