কী আমার পরিচয়
অজিত কুমার কর

আমি, কী আমার পরিচয়?
নিজেকেই প্রশ্ন করে চলি
জবাব দিতে যে অপারগ
তবু খুঁজে ফিরি অলিগলি।

শুধাই নদীকে জানে কিনা
ওর বুকে কান পেতে রাখি
না, উত্তর দিল না তটিনী
বলে, 'থেমে থাকা যায় নাকি!'

ভেসে যাই স্রোতে মোহনায়
অর্ণব ত্রিকালদর্শী জানি
ঢেউ বলে দিল ফিরে যাও
এ যেন অমোঘ এক বাণী!

না এবার ফিরে যাব বাড়ি
শুরু ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস
অস্তিত্ব বিপন্ন অকস্মাৎ
থেমে গেল নিশ্বাস-প্রশ্বাস।

আমি কিছু নয় ক্ষণস্থায়ী
তুচ্ছ প্রাণ জোনাকির মতো
নিভে গেল চিরতরে দীপ
জন্ম নিল ধরণিতে কতো।

© অজিত কুমার কর