ঝরনা নামে বরফ গলে
স্বচ্ছ জলে ও কী জ্বলে
দুই ললনার মুক্ত বেণী
আড়াল করে পাহাড়শ্রেণি।
কানুর বাঁশি তুফান তোলে
কেন যে ও যায় না চলে!


ডুব দিলে কি লুকোনো যায়
কী যে করে ভেবে না পায়
কতক্ষণ আর রয় এভাবে
তা বলে কি চোখ ফিরাবে!
আঁকড়ে ধরে শরম লুকায়
তা ব্যতীত অনন্যোপায়।


বাজিয়ো না এখন বাঁশি
চোখের কোণে কপট হাসি
যাওনা সরে জ্বলছে বাতি
নামতে দেরি আঁধার রাতি।
কেন অমন হও উদাসী
সুচেতনার অভিলাষী।


সূর্য যাবে অস্তাচলে
রং ছড়াল এবার জলে
কী অপরূপ শোভা এখন
কাহার লাগি উন্মনা মন?
জলে যেন মাণিক জ্বলে
কী ঝলমলে! কী ঝলমলে!