আকাশ যখন ঢাকে মেঘে
বিষাদে মন ভরে
কেমন যেন অপূর্ণতা
আমারে গ্রাস করে।


নীল আকাশ সফেদ কাশ
প্রভাতরবির আলো
সরিয়ে দেয় ভুবন হতে
রাতের জমা কালো।


গাছের পাতায় ঘাসে ঘাসে
লক্ষ মাণিক জ্বলে
নিপুণ হাতে এসব করে
কে কোন মন্ত্রবলে!


কার ইশারায় চক্ষু মেলে
গোলাপ শতদল
ঝরনা নামে পাহাড় থেকে
ছোটে ছলাৎছল।


কেন এমন হয় জানি না
নিত্যদিনই ঘটে
ভাবনাগুলো হারায় দিশা
গোলকধাঁধা জটে।