পুষ্প ঝরে তবুও ফোটে
ক্ষণকালের তরে
জন্মে শিশু কাটায় জীবন
এই ধরণি ’পরে।
হাজার বাধা ঝড়ঝঞ্ঝা
ব্যাঘাত হানে কাজে
ইচ্ছেপাখি নাছোড় হয়ে
এগোয় সেনা-সাজে।
ছিনিয়ে নেয় জয়
শিখর ছোঁয়ার স্বপ্ন দেখে
পায় না আদৌ ভয়।


ছাইয়ের নিচে চাপা আগুন
উড়িয়ে দেখো ছাই
ক’জন জানে এই কথাটি
কষ্ট বিনা চাই।
কঠোর শ্রম একাগ্রতা
পাল্টে ফেলে ছবি
কালো মেঘের আড়াল থেকে
যেমন হাসে রবি।
আলস্যভাব নয়
কীর্তি কেবল চির অমর
হয় না বিনাশ লয়।