কখন পাব একা
অজিত কুমার কর

বাসন্তী রং প্রিয় তোমার
পছন্দ বেশ ভালো,
স্বর্ণচাঁপা-গাঁদা-গোলাপ
ছড়ায় স্নিগ্ধ আলো।

সরস্বতী পূজার দিনে
হবেই হবে দেখা,
ভাবনা শুধু একটি আমার
কখন পাব একা।

ব্যাগের ভিতর রইবে মালা
পদ্মপাতায় মোড়া,
আর পকেটে রেখে দেবো
একটি ফুলের তোড়া।

অঞ্জলিতে তুমি আমার
আশেপাশেই থেকো,
ইশারাতে ডাকবো তোমায়
এটাই মনে রেখো।

কলম তোমার ভালোই চলে
আসবে লেখায় গতি,
জানি জানি প্রিয়া আমার
বুদ্ধিমতি অতি।

© অজিত কুমার কর