লক্ষ মানিক জ্বলে
অজিত কুমার কর

জল টলটল দিঘির বুকে কত পিদিম ভাসে
কে যে কখন জ্বেলে গেছে নিভল না বাতাসে!
শ্রাবণ হলেও বৃষ্টি কোথায় সন্ধ্যা সাতটা বাজে
জ্যোৎস্নাধারায় যাচ্ছে ভেসে শালুকপাতার গা-যে।

যেটুকু জল জমেছিল বিকেলের বৃষ্টিতে
জল ফোঁটা নয়, হিরের কুচি পথিকের দৃষ্টিতে।
চকোরও বেশ উল্লসিত উঠল ডেকে গাছে
দৃষ্টিগোচর হল না তা যদিও ছিলাম কাছে।

শালুকফুলের কুঁড়িগুলো মেলবে আঁখি প্রাতে
ওদের গায়েও শিশিরবিন্দু দোল খায় হাওয়াতে।
গ্রামবাংলার খালে বিলে শাপলা-শালুক ফোটে
মৌমাছিরা রয় না দূরে মধুর লোভে জোটে।

© অজিত কুমার কর