একটুখানি উষ্ণতা চাই
                      হিমেল রাতে
পাতলা জামা ছেঁড়া চাদর
                      আমার গা-তে।
আগুন জ্বেলে তাই বসেছি
                      পথের ধারে
এমন সোহাগ বিলিয়ে দিতে
                      কে আর পারে।


দুটো কুকুর বসল এসে
                     আমার পাশে
একটা চেনা ও তো দারুণ
                    ভালোবাসে।
খাবার একটু বাড়তি পেলে
                   ওরও জোটে
পেট ভরাতে আবার যেন
                    কোথায় ছোটে।


অনাথ আমি ঘুরে বেড়াই
                   রাস্তাঘাটে
ভিক্ষা মাগি যত্রতত্র
                   রাত্রি কাটে।
ভুলোও ঘুমায় একটু দূরে
                   মাথার কাছে
ভরসা আমার অন্তত কেউ
                   সঙ্গে আছে।


হাত দিয়েছে সেদিন রাতে
                  আমার গায়ে
অমনি ভুলো জোরসে দিল
                  কামড় পায়ে।
লোকটা দেখি প্রাণের ভয়ে
                  পালায় ছুটে
ভেবেছিল সাধ মেটাবে
                  আমায় লুটে।


কঠিন জবাব পেয়েছে সে
                 যদি শেখে
ভাববে এবার ছোঁয়ার আগে
                 কাউকে দেখে।
ওদেরই তো দাপট বেশি
                 জগতজুড়ে
ওই অনলে যাচ্ছে কত
                 হৃদয় পুড়ে।