মন্দকপাল


একটিমাত্র শর্ত ছিল না যেন হয় ঝগড়ুটে
বিশুর এমন ইঁদুরকপাল বউটি রাগী-বিদঘুটে।
'বিধুমুখী এসো কাছে'
'চাঁদের তো কলঙ্ক আছে,
সোহাগরাতে মন্দ বললে!' অমনি গর্জে বউ উঠে।


------


বদলে দিল হাল


বোতল হাতে ঢুকতে দেখে গিন্নি ক্ষেপে লাল
'কদিন ধরে জ্বালাচ্ছ খুব বদলাব আজ হাল'।
ধোপা যেমন কাপড় কাছে
অমন করলে বর কী বাঁচে
'থাক পড়ে তুই খোঁড়া হয়ে মিটল মনের ঝাল'।


© অজিত কুমার কর