তুমি শত সহস্র অনাথ আতুর
দুস্থ দুর্গত সন্তানের স্নেহময়ী মা।
শ্বেতশুভ্র বসনের মতো
তোমার  হৃদয় অমলিন, সৌন্দর্যময়।
মহান সেবাব্রতে ব্রতী তুমি।
আত্মসুখ বিসর্জন দিয়ে
হতদরিদ্র আর্ত মানুষের পাশে দাঁড়িয়েছ।
স্বার্থপর আত্মকেন্দ্রিক পরিবেশের
ঘেরাটোপ পেরিয়ে
সর্বদা বরাভয় জুগিয়েছে তোমার করকমল
পীড়িত নির্যাতিত মানুষকে।
তোমার ত্যাগ তোমার নিষ্ঠা
চির জাগরুক সবার অন্তরে।
তোমার মানবিক চেতনা
ফের একবার দেখিয়ে দিল
জীবসেবাই পরম ধর্ম।