সারাটাদিন ব্যস্ত, কাজের ধুম
সন্ধ্যারাগে আকাশটা কুমকুম
    ধনদাত্রী লক্ষ্মী মায়ের পুজো
                    তুলসি দূর্বাদলে।


তিলের নাড়ু নিমকি গজা ক্ষীর
এসব দেখে মন কি থাকে থির !
কখন যে মা করবে পূজা শুরু
বড্ড দেরি-
প্রসাদ পেতে হবে অনেক রাত
আজকে আবার মা রাঁধেনি ভাত।


এবার স্নানটি সেরে
পরেছে মা নতুন শাড়ি, টকটকে লাল পেড়ে
পায়ে আলতা, সিঁথিটি লাল, ভালে সিঁদুর টিপ
              দেবীর কাছে জ্বালালো মা দীপ
আসন পেতে ভক্তিভরে ক’রল পূজা শুরু
                                  চলছে মন্ত্রপাঠ
চাঁদের আলোয় ভাসছে সারা মাঠ।


পঞ্চপ্রদীপ হাতে নিয়ে এবার সন্ধ্যারতি
মাঝে মাঝে বাজাই আমি শাঁখ
একটু পরে মা বলল ‘মায়ের পুজো শেষ
                            এবার প্রণাম কর’
আমার যে আর সয় না মোটেও তর
বলি- কখন দেবে প্রসাদ আমার হাতে?
        একসঙ্গে খেলাম একই পাতে।
পুষিও খায় একটুখানি ক্ষীর
           মিউ ডাক বন্ধ হলো
                    এবারে সুস্থির।