মায়ের পরশ ব্যথানাশক
অজিত কুমার কর

কেমন করে শুনতে পেলে
অতটা দূর থেকে?
অবাক হয়ে ভাবি আমি
পেলাম সাড়া ডেকে।

দেশে এখন অতিমারী
ভুগছি ক'দিন জ্বরে,
ওষুধ খেতে রোজই ভুলি
তুমি তো নেই ঘরে।

পাশে বসে বললে তুমি
'ভয় কেন পাস খোকা?
এইতো আমি কাছেই আছি
রয়েই গেলি বোকা!'

ভাঙল যখন নিদ্রা আমার
কিচিরমিচির ডাকে,
আমার এ মন স্বপ্নে দেখা
রঙিন ছবি আঁকে।

গায়ের ব্যথা উধাও এখন
তোমার ছোঁয়া পেয়ে।
প্রাতঃকালে রবির আলোয়
নিলেন আমি নেয়ে।

© অজিত কুমার কর