মহামায়ার আলোর বীণা
মধুর সুরে বাজে
ক্ষণেক পরে মায়ের বোধন
ব্যস্ত সবাই কাজে।


মা এসেছে খুশির আমেজ
সবার চোখে মুখে
পুজোর ক’দিন কাটবে ভালো
ঠাকুর দেখে সুখে।


সকাল সকাল বেরিয়ে পড়া
কাছে না হয় দূরে
ভূরিভোজন রেস্তোরাঁতে
ফিরবো রাতে ঘুরে।


সঙ্গে রবে আরও দুজন
মণীশ এবং রীতা
আমরা সবাই সহপাঠী
অন্তরঙ্গ মিতা।


কলকাতাটা সারি আগেই
একটু ফাঁকা ফাঁকা
শেষের দুদিন শহরতলি
গড়িয়ে চলে চাকা।


বছর ধরে মুখিয়ে থাকি
কখন শরৎ আসে
শিউলি ঝরে প্রভাতবেলা
কাশফুলেরা হাসে।