দাসত্ব ঘুচুক ভবে জাগুক হৃদয়
শৃঙ্খলে আবদ্ধ প্রাণ করে হাহাকার;
বিহঙ্গ অম্বরে ওড়ে স্বাধীনতা তার।
বাধার প্রাচীর নাই করে বিশ্বজয়
উন্মুক্ত সকল দ্বার ধরা কাব্যময়।
একটাই দেশ জানে সব একাকার
ভূতলে কেন যে এত আবহ হিংসার
মানবিকতার কবে পাবো পরিচয়।


মানুষ কাঁদে না কেন আর কারো তরে
উদ্ভিদ ও প্রাণীকুল তোমারি তো সৃষ্টি
শান্তির সহাবস্থান এটাই তো কৃষ্টি
মানবিক বোধটুকু দিয়ো হৃদে ভরে।
অনাবিল উচ্ছলতা ফিরুক-না ভবে
তাহলে রহিবে টিকে নিজস্ব বৈভবে।