রসগোল্লা খাইনি কতদিন
মধুমেহ- দুশোর বেশি সুগার
রোজ দুবেলা ব্যায়াম প্রাণায়াম
করলা-রস খাচ্ছি দিনে দুবার।


একটু কমে, দুদিন পরেই বাড়ে
নদী-বুকে যেমন জোয়ারভাটা
চিনি ছাড়া চা কি খাওয়া যায়
ফুলে আছে কদিন ধরে পা-টা।


কলিকাতার নবীনচন্দ্র দাস
বানিয়েছিল নিজ বুদ্ধিবলে
এতদিনে জিআই নম্বর পেল
মালা এখন বাংলামায়ের গলে।


এমন একটা শুভসংবাদ পেয়ে
রসগোল্লা খেতে ইচ্ছে করে
যেই বলেছি গিন্নি খেপে লাল
রক্তচক্ষু দেখে যে ভয় ধরে।


দিলাম ছেড়ে উদযাপনের আশা
মায় একটা জিলিপি দাও খাই
বাড়িয়ে দিল একটা বোঁদে-দানা
ওটুক খেয়েই  মনের সাধ মেটাই।


গিন্নির হাতে রসগোল্লার ভাঁড়
অমনি আমি চক্ষু মুদে ফেলি
কেমন করে এমন দৃশ্য দেখি
মিনিটপাঁচেক পরে নয়ন মেলি।