মাতৃবন্দনা
অজিত কুমার কর

মায়ের কাছে সবাই ঋণী বলি বন্দেমাতরম
মা ব্যতীত জীবন অচল মায়ের কোলটি কী নরম!
জন্মদাত্রী মা ছাড়াও আছে আরও অনেক মা
ভাষা-মা কে নিয়েই আমার নিত্য চলে তর্জমা।

ভাষা মায়ের কৃপাবলে লিখতে পারছি কবিতা
ভারতমাতার কাছে আমি রোজ নিবেদন করি তা।
কত ছোটো ছিলাম আমি ছিল না তো দেহেও বল
ধরিত্রী মা সবই জোগায় তাইতো আছি আজ সচল।

মাটির নীচে পানীয় জল মাথার ওপর চাঁদ, রবি
বাঁচার জন্য যা কিছু চাই ধরণিতে পাই সবই।
নাম না জানা কতনা জীব বেঁচে আছে মা'র কৃপায়
কেবল মানুষ যাত্রাপথে সৃষ্টি করে অন্তরায়।

মায়ের কাছে সবাই সমান কেউ ছোটো কেউ বড় নয়
মানবজাতির দেখা দরকার সবাই যেন সুস্থ রয়।
আমরা যদি সুস্থ থাকি মায়ের মনে অপার সুখ
এমন কিছু করবো না কেউ যাতে মা পায় ক্লেশ বা দুখ।

© অজিত কুমার কর