দাহর পরে
চিতাভস্ম লাগিয়ে নিলাম আপন ভালে
আকাশ রাঙা সায়ংকালে।
কংসাবতীর জলে দিয়ে
বাকিটুকু অনেক দূরে গঙ্গাবুকে
কপাল ঠুকে।


রইলো পড়ে ঘরবাড়ি মাঠ পুকুর ডোবা
মুখটি বুজে যেমন বোবা।
বদলায়নি কোনওকিছুই
মা-বিহনে এ ধরাভুঁই
ভীষণ ফাঁকা।


মিশল গিয়ে সাগরজলে
নদীর চরে রইলো মিশে
কিছুটা ছাই
চোখ বুলিয়ে খুঁজে না পাই
কানে কানে বাতাস বলে
মা হেথা নাই।


সবজিগুলো তরতাজা খুব সরস ভুঁইয়ে
শিম-ডগাটা পড়ছে নুয়ে।
এটাই শুধু খুশির ছবি
হাসছে রবি।


এখানে পাই স্পর্শ মায়ের
যেন হাজার মাণিক জ্বলে
কী ঝলমলে!