মিলনরাখি
অজিত কুমার কর


ভোর হয়েছে উঠল রবি মধুর সুরে গাইছে পাখি
আজকে এমন খুশির দিনে সবার হাতে বাঁধব রাখি।
কবিগুরুর কথায় সুরে শুনিয়ে দেব একটি গান
ভালোবাসার বার্তা শুনে জুড়িয়ে যাবে দগ্ধ প্রাণ।


কেউ রবে না ব্রাত্য আজি বাঁধব ভালোবাসার ডোরে
একই রক্ত বইছে দেহে নেব সবায় আপন ক'রে।
মনকাননে উড়ছে অলি ব্যস্ত ওরা গুঞ্জরণে
চতুর্দিকে খুশির লহর পথে ঘাটে মানবমনে।


বাগানের ফুল পাতা দিয়ে রাখি নিজেই তৈরি করি
সহস্র মুখ ভেসে ওঠে কণ্ঠে তখন সুরলহরি।
শুধু কী আর বাঁধব রাখি মিঠাই দেব সবার হাতে
মা ও আমি দুজন মিলে যা করেছি তৈরি রাতে।


উজাড় করা সোহাগ দিয়ে সাজিয়ে রাখি বরণডালা
ছোট্টো এমন প্রীতির বাঁধন মিটিয়ে দেবে মনের জ্বালা।
মিলনরাখির শক্তি প্রচুর রইবে অটুট জীবনভর
মনের আঁধার দূর করে দেয় যেমন করে রবির কর।


© অজিত কুমার কর