কেন এই অবেলায় চোখে তোর ঘুম
কী এনেছি উঠে দেখ দে-না গালে চুম।
আঁচড়ের দাগ গায়ে মলিন অধর
রুধিরে যে ভেজা ফ্রক তনুটি নিথর।


যারা আজ নিল কেড়ে এই শিশুপ্রাণ
পরাজয় সমাজের লুটাল সম্মান।
কী দিয়ে ঢাকবে মুখ ঝরে আঁখিজল
কীবা ছিল অপরাধ ও’তো শতদল।


অহরহ ঘটে চলে কত অপরাধ
আট থেকে আশি কেউ যায় না তো বাদ।
কথার ফুলকি ওড়ে বৃথা আস্ফালন
শুধুই আপন স্বার্থ জাগে না বেদন।


গুরুতর অপরাধ নিপীড়ন খুন
ছাড় পায় অপরাধী কেমন কানুন!
প্রতিবাদী মুখগুলো আজিকে নীরব
জানি না কখন তারা হবে যে সরব।


মোমবাতি জ্বালা নয় তোল আওয়াজ
এসোনা ঝাঁপিয়ে পড়ি, জরুরি এ কাজ।
সকলের গৃহে আছে মাতা জায়া বোন
মায়ের কাতর ডাক কান পেতে শোন।