তোমার চেতনার রঙে
বিশ্বাকাশে সাতরঙা আলোর বিচ্ছুরণ।
তোমার সোচ্চার প্রতিবাদে
       বর্ণবিদ্বেষের অবসান,
আর
            মানবিক মৈত্রীর বিজয়রথের অগ্রগমন।
এর জন্য অনেক মূল্য দিতে হয়েছে।
রোবেন দ্বীপের কুষ্ঠ-কারায়
            তোমার পরিচয়
                 ‘চার ছয় ছয় ছয় চার’ ।
তোমার প্রদীপ্ত অন্দোলনের
    লাভাস্রোতের কাছে
       মাথা নত করতে বাধ্য হ’ল
            প্রীটোরিয়ার অমানবিক শ্বেতাঙ্গ সরকার।
হিংসার পথ পরিহার করে
শাসকের দুঃসহ অত্যাচারে অবিচল থেকে
             নিজের অভিষ্ট লক্ষ্যে এগিয়েছ।
মনের মধ্যে জমে থাকা ক্ষোভকে
      শত যোজন দূরে ছুঁড়ে ফেলে
          শির উঁচু করে
দীর্ঘ দিন বাদে বেরিয়ে এলে
          কয়েদখানার দরজা পেরিয়ে।
তোমাকে চিনতে বিশ্ববাসীর
                আদৌ ভুল হয়নি।
অচিরেই অবিসংবাদী নেতারূপে
           সর্বোচ্চ আসনে বসিয়েছে।
তারা দৃঢ় প্রত্যয়ী, তুমিই পারবে
তাদের দীর্ঘদিনের পোষণ করা বাসনা
                             পূরণ করতে।
গণতন্ত্র, সাম্য, মৈত্রীর
      অতন্দ্র প্রহরী
          কুলুতে চিরনিদ্রায় মগ্ন।
মানবতার মুক্তিসূর্য নেলসন  ম্যাণ্ডেলা-
তোমার আলোকচ্ছটায়
            বিশ্বাকাশ আজ
                   নানা বর্ণে রঞ্জিত।