রঞ্জন মহারাজ নামে পরিচিত
পূতপীঠ বেলুড়েই তিনি দীক্ষিত।
শিশুসম হাসিমুখ উজ্জ্বল মণি
শিবজ্ঞানে জীবসেবা দিবস রজনি।
মন্দাকিনীর ধারা অন্তরে তাঁর
শিহরিত তনুমন পুলক অপার।
মহাজন মহাজ্ঞানী বিবিধ বিষয়ে
ভাবে ভরা নদে তরি চলে ধীর লয়ে।
মণিময় অসীমের পেয়েছেন দেখা
নিষ্ঠায় নিবেদনে অজানাকে শেখা।
সাধুদের দেখা পেতে খুঁজি অকারণে
দেবসম ঋষিবর মঠে এক্ষণে।
মনের বাসনা আজি হইল পূরণ
আত্মগরিমাটুকু করো হে হরণ।