কী রে রতন চললি কোথায় পায়ে নতুন নাগরা
'অনেক দিনের ইচ্ছে ছিল যাচ্ছি রে ভাই আগ্রা।'
               সঙ্গে কে তোর
               ঘোমটা যে ওর
প্রজাপতির ডানার মতো ঝলমলে বেশ ঘাঘরা।


কবে বিয়ে করলি রে তুই দিতাম না রে বাগড়া
কী করে তুই ভুললি আমায় ভাবলি বুঝি আগড়া
                ভাগ্য খারাপ
                করেহি পাপ
না হয় আমি বস্তিবাসী যেমন থাকে ছাগ-রা।


অমন করে বলিস না রে পাচ্ছি ভীষণ কষ্ট
হঠাৎ করে হয়েই গেল বলছি তোকে স্পষ্ট।
               অনাথ ওযে
               ছিলাম খোঁজে
খবর পেয়েই ভাব বিনিময় করিনি ক্ষণ নষ্ট।


নজির সৃষ্টি করলি রে তুই এটাই মানবধর্ম
শুধু শুধু কষ্ট দিলাম এ তো মহৎ কর্ম।
                যা উঠে যা
                দরজা ভেজা  
যাত্রা তোদের শুভ হোক, ক'জন বোঝে মর্ম।