সিক্ত হাওয়া লাগায় দোলা পাতায় ঘাসে
গঙ্গাফড়িং বসল ডালে
পাতার ওপর জমিয়ে রাখা সোহাগ ঢালে
একমুঠো কাশ দেখছিল তা পথের পাশে।


ও পথ দিয়ে যেতে যেতে দাঁড়িয়ে পড়ি
শাপলা শালুক মেলল আঁখি
কুলুঙ্গিতে এমন ছবি গুছিয়ে রাখি
আপন মনে এসব দিয়ে মিনার গড়ি।


দেরি একটু হয়েই গেল কী আর করি
পারঘাটাতে বাজল ন’টা
আড়াল থেকে ছিটকে পড়ে রবির ছটা
স্রোতের টানে এগিয়ে চলে আমার তরি।


কোথায় গিয়ে ঠেকবে তরি তা কি জানি
অচিনপুরে কোন সে ঘাটে
রৌদ্র গড়ায় আকাশ রাঙা সূর্য পাটে
আসছে ভেসে কাদের যেন ফিসফিসানি।