নির্জন পথ- আগেপিছে কেউ নেই
গনগনে রোদ্দুর
মা’র আহ্বানে তাড়াতাড়ি ফেরা।
ছাতা মাথায় হাঁটছে হনহন করে
অনেকটা দূর।


থমথমে পরিবেশ
গাছের পাতা নড়ে না
ওই তো- আর মাত্র মিনিট পাঁচেকের পথ।
ক’টা কুকুর ছুটে গেল
কিছু কি দেখেছে ওরা!
হঠাৎ কারা যেন এগিয়ে আসে
চ্যাংদোলা করে নিয়ে যায় আড়ালে
ফুরায় পথ;
উল্লাসে চেটেপুটে খায়
জরাসন্ধ বধের চিত্র ভেসে ওঠে
রক্ত ঝরে গলগল
প্রাণপাখি ওড়ে।
কালিমালিপ্ত হ’ল কামদুনি
কী নিষ্ঠুর খুনি!