ও আমার পেঙ্গুইন
অজিত কুমার কর

পেঙ্গুইনের বাস কুমেরু প্রদেশে
হাজার প্রতিকূলতা তবু অক্লেশে
ঘোরাঘুরি মানুষের মতো, দলে দলে
সাঁতরায় ডানা মেলে সাগরের জলে।

শিকারে বেজায় পটু শান্ত মেজাজ
সমাজবদ্ধ ওরা হৃদয় দরাজ।
যখন প্রেমিকজুটি হাঁটে পাশাপাশি
কানে কানে যেন বলে, 'কত ভালোবাসি'।

যেখানে মানুষ গেলে ঠাণ্ডায় কাবু
ওরা বেশ সাবলীল লাগে না তো তাঁবু।
জনমানবশূন্য বিশাল জগৎ
কঠিন তুষারে ঢাকা মসৃণ পথ।

চক্ষু জুড়িয়ে যায় দেখলে ওদের
ছবিতে মেটাই সাধ দেখা অরূপের।
পানকৌড়ির মতো ডুব দিতে পটু
কিন্তু ওড়াতে ওরা ভীষন অপটু।

© অজিত কুমার কর