পুষ্পিত এ কানন, কুহু কুহু কোকিলের গান
স্নিগ্ধতায় ভরে মন প্রাণ।
সৌন্দর্য ছড়িয়ে সবখানে
খুঁজে পাই জীবনের মানে।
যাহা শিব তাহা সত্য, কোনওদিন ক্ষয় নাই তার।
সবই তো তোমার উপহার।
মন্দ্রিত নির্ঘোষ শক্তি জোগায় এসে
জানি সে দ্যুলোক হতে ক্ষণে ক্ষণে আসে ভেসে।
পাই যেন ধূলি ধরণির
ঝরবে না একটুও নীর।
ওটুকুই চাই
তুমি ছাড়া অগতির আর গতি নাই।
সৌম্যসুন্দর মূর্তি সম্মুখে উজ্জ্বল
গোধূলির রঙে ঝলমল।