প্রিয়া – কথার কথা মোটেও নয়
         বিধায়কের হউক জয়।
             নিজেই এলেন
             চেকটা দিলেন
         মেঘলা দিনে সুর্যোদয়।


প্রিয় –    রাস্তাঘাটের উন্নতি
        কাজেও এল বেশ গতি।
                সহায়তা
                সক্রিয়তা
       পথবাতির কী জ্যোতি!


প্রিয়া – সবার জন্য বাসস্থান
       ভাতকাপড়ে বাচুক জান।
              দৈন্যদশা
            ঘুচবে, আশা
       পথের দিশা মহান দান।


প্রিয় – পথ যেন রয় পরিষ্কার
        ক’রব প্রচার বারংবার।
               সতর্কতা
             আসল কথা
      এ গুণ থাকা চাই সবার।


প্রিয়া – রাখব এবার ড্রাম কিনে
         হয় না এসব শ্রম বিনে।
               নয় অন্যত্র
               কাগজপত্র
        ফেলব সবই ডাস্টবিনে।


প্রিয় – চাষের জন্য জলাশয়
       বৃক্ষ পাড়ে রুখবে ক্ষয়।
             স্বচ্ছ রবে
            চাষও হবে
     এই মাটিতে কী না হয়।


প্রিয়া – দিঘির জলে চরবে হাঁস
        পাড় বরাবর মুরগি চাষ।
              শিমের মাচা
              শশক-খাঁচা
        পাশাপাশি করবে বাস।


প্রিয় – কোনো জিনিস ফেলনা নয়
       কীসে কী কাজ জানতে হয়।
              গোমূত্র মল
             পাতা বা পল
          যত্রতত্র পড়েই রয়।


প্রিয়া – চলছে ভালোই সমবায়
      লোন নিয়ে যায় কেউ জমায়।
             নিয়মকানুন
            সঠিক জানুন
        বোঝাবুঝি নিজের দায়।


প্রিয় – বিয়ের পঞ্চম বার্ষিকী
      আনবো বল আর কী কী।
             সবাই খেল
             গিফটও পেল
     সামলালে বেশ সব দিকই।