কে বীরেশ্বর, চেনে না কেউ বিলে তো নাম তাঁর
দুষ্টু ভীষণ, তেমনি জেদি ঘরবাড়ি তোলপাড়।
মা-ই বোঝে কেমন করে শান্ত করা যায়
দু’ঘটি জল ঢালে মাথায় আর শিব-নাম গায়।


যখন যে কাজ করবে ভাবে, সেটাই করা চাই
আবর্জনার স্তূপে দাঁড়ায় ছোঁয়ার উপায় নাই!
গাছের ডালে ঝোলার মজা ক’রত উপভোগ
আশঙ্কা মা’র কখন প’ড়ে বাড়াবে দুর্ভোগ।


ব্রহ্মদত্যির ভয় দেখিয়ে শূন্য ফলাফল
ভূতটা কেমন দেখবে বিলে সত্যি কি সে খল?
দঃখীর দুঃখে কাতর বিলে বিলিয়ে দেবে সব
দয়ার্দ্র তাঁর হৃদয় অতি বিজ্ঞ অনুভব।


স্পর্শকাতর নয় সে মোটে মানে না জাতপাত
পরীক্ষা সে ক’রবে নিজে কীভাবে যায় জাত।
যেমনি ভাবা তেমনি প্রয়োগ হুঁকোতে দেয় টান
বেশ তো মজা লাগছে দারুণ ধারণা খানখান।


সত্য হ’তে বিচ্যুতি নয় হোক যত দুর্ভোগ
সাফল্য ঠিক দেবে ধরা চাই মনঃসংযোগ।
সেদিনের সেই ছোট্টো বিলে বাতলে দিল পথ
শিবজ্ঞানে জীবসেবায় পূরবে মনোরথ।


© অজিত কুমার কর