সব কাজ ফেলে          ছুটে এসো চলে
            হতে হবে আগুয়ান
দেরি নয় আর            ধর তলোয়ার
            গাও মুক্তির গান।


হাতে হাত ধরে           চল সারে সারে
             ঘুচাব দৈন্যদশা
বল কানে কানে        এই শুভক্ষণে
            ঝলসে উঠবে কশা।


জননীর ডাকে             বুক নাহি কাঁপে
            সাহস দুর্নিবার
ছিঁড়বো শিকল            আছে বাহুবল
           কোনও বাধা নাই আর।


আঁখি পেতে রই           কেউ আসে কই
           দেরি আর সয় না
আঁধার টুটল               সূর্য  উঠলো
           ঘরে মন রয় না।


একা ছুটে যাই            পাশে কেউ নাই
           হতে হবে আগুয়ান
আছে মনোবল            তাই সম্বল
           করে দেবো খানখান।


যদি দেখা পাই           করবো  লড়াই
           শত্রু হবে নিধন
আমার শোণিতে         অশ্রু মোছাতে
           করেছি জীবন পণ।