জাতি ধর্ম বর্ণ বিচার্য নয়
লক্ষ্য শুধু পীড়িতের সেবা,
গুণী না সাধারণ, না অন্য গোষ্ঠীর,
তা মনে স্থান পায় না,
সুস্থ স্বাভাবিক করাই ব্রত।


শাসনযন্ত্রের যাঁতাকলে পড়ে
নেমে আসে আঁধার,
স্থান হয় সেলুলারে।
আর কত সইবে অন্যায় অবিচার,
পদদলিত হবে মানবাধিকার।
অলস দেহে ঘুমোবার সময় এটা নয়।
প্রতিবাদের সুনামি চারিদিকে ছড়িয়ে দিতে হবে।
তবেই মুক্তি।